গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে করোনা ভাইরাসে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১০২জন।
মৃতদের মধ্যে দুই জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন জেলার গোমস্তাপুরে নিজ বাড়িতে মারা যায়। গত ২৪ ঘন্টায় জেলায় ৬০১টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৯৭শতাংশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে চলমান বিধিনিষেধ ২৩ জুন পর্যন্ত বাড়ল
জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৯১ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯০ জনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ১২৯ জন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৬ জন ও অন্যরা প্রতিষ্ঠানিক ও হোম কোরেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলায় দ্বিতীয় দফায় কঠোর বিধিনিষেধের আজ চতুর্থ দিন চলছে। প্রশাসনের নানা পদক্ষেপের পরেও স্বাস্থ্যবিধি মানছেনা অনেক মানুষ। রাস্তাঘাটে ও বাজারে অবাধে চলছে মানুষ ও যানবাহনের চলাফেরা। শহরাঞ্চেলের থেকে গ্রামাঞ্চলের মানুষের মাঝে যেন স্বাস্থ্যবিধির কোন বালাই নেই।