গোমস্তাপুর উপজেলার কাজিগ্রাম ও কলকলিয়া গ্রামে সোমবার রাতে ঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় কয়েকটি বিদ্যুতের খুঁটিও পড়ে যায়।
রহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, ‘সোমবার সন্ধ্যার পর কাজিগ্রাম ও কলকলিয়া গ্রাম ঝড়ের কবলে পড়ে। এ সময় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে যান। ঝড়ে অর্ধশত কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কয়েকটি বিদ্যুতের খুঁটি ও শতাধিক গাছপালা উপড়ে যায়।’
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ঝড়ে ৪০টির মতো কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু গাছপালা ভেঙে গেছে ও কয়েকটি বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হবে।’