চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে দুই বেকারির মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বিপুল পরিমাণ নিম্নমানের খাবার ধ্বংস করা হয়।
মঙ্গলবার র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৌর এলাকার নবাব বিস্কুট ফ্যাক্টরি ও এফএনএফ বেকারিতে জেলা প্রশাসনের দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও রুহুল ইসলামের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকার আইনে নবাব বিস্কুট ফ্যাক্টরির মালিক জামসেদ আলী শান্তকে ৩৫ হাজার টাকা ও এফএনএফ বেকারির মালিক আবু সাঈদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্কুট, ব্রেড, পঁচা ডিম, মিষ্টি, কেক ও বিভিন্ন ধরনের রঙ ধ্বংস করা হয়।