চাঁপাইনবাবগঞ্জে ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় এক যুবক ও এক নারীকে আটকের দাবি করা হয়েছে।
সোমবার ভোরে জেলা শহরের রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- সিরাজগঞ্জ জেলার পূর্ব বোদ্য ডোলডোপ এলাকার সামসুল ইসলাম শেখের ছেলে নাজমুল হোসেন (৩১) ও অপরজন শেরপুর জেলার কানসা গুফুরিয়া এলাকার মোক্তার হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩২)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি গাঁজা জব্দ, আটক ১
সোমবার সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সোমবার ভোর ৫টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ ও নারীসহ দুইজনকে আটক করে। এসময় গাড়িটিও জব্দ করা হয়।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বলেছে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিপুল আইস জব্দ, ২ মাদক কারবারি আটক
চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪