চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত রাজিবুল ইসলাম রাজনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তার লাশ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ভোটের আগে সীমান্তে সতর্কতা বাড়াবে বিজিবি-বিএসএফ
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সোমবার রাত ১০টায় রোকনপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশি যুবক রাজনের লাশ হস্তান্তর করে বিএসএফ। এসময় দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত