চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহতের কথা জানিয়েছেন স্থানীয়রা।
নিহত বাদশা (২২) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তেলকুপি সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালানের সময় ভারতের সবদেলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই বাদশা মারা যান। লাশ সীমান্তে কাঁটা তারের বেড়ার কাছে পড়ে রয়েছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, ‘শনিবার রাত ১২টার দিকে ভারতের অভ্যন্তরে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। জানতে পেরেছি ভারতীয় সীমানায় কাঁটা তারের বেড়ার কাছে একজনের লাশ পাওয়া গেছে। তবে কে মারা গেছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার থেকেও আমাদের কাছে অভিযাগ করা হয়নি। তবে এব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’