চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়েছে। এসময়সহ আব্দুর রহিম (৩০) নামে একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক আব্দুর রহিম জেলার ভোলাহাট উপজেলার চামুসা এলাকার মৃত লোকমান আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ১: বিজিবি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির একটি টহল দল ধোবপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ এবং নগদ
১৮ হাজার ৮৯৫ টাকাসহ আব্দুর রহিমকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণালংকারের বাজারমূল্য ৪৩ লাখ ৪৮ হাজার ৭৮৪ টাকা।
এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণালংকার ও টাকা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার