চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশকারী ২৭ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও ২ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে তারা চামুশা সীমান্তের ১৯৬ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় চামুশা বিওপির টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করে তারা জানায়, কাজের জন্য বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল তারা।
তিনি আরও জানান, আটকদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার উদ্দেশ্যে ভোলাহাট থানায় তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।