চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় স্বর্ণ পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়।
রবিবার (২৭ আগস্ট) সাড়ে ১০টার দিকে মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করেন বিজিবি সদস্যরা। স্বর্ণের বারগুলোর ওজন ৭০০ গ্রাম।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, বিমানকর্মী আটক: বিমানবন্দর এপিবিএন
বিজিবি জানায়, রবিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার মুন্সিপুর সীমান্তে স্বর্ণ পাচারের খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৯৩/৭-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাহাজপোতা গ্রামের সাইনবোর্ডতলা থেকে ৬টি স্বর্ণের বার জব্দসহ একজনকে আটক করা হয়।
এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মেজর মো. রকিবুল ইসলাম জানান, আটক আসামি দামুড়হুদা থানায় হস্তান্তর এবং আটক স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৬টি স্বর্ণের বার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গায় কোমরের বেল্ট থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি