মৃত সাবিনা খাতুন ছবি উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সাবিনা খাতুন ছবি কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার সন্ধ্যা থেকে তার অবস্থার অবনতি ঘটে। রাতে সে তার নিজ বাড়িতেই মারা যান।
খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ চারজনের একটি মেডিকেল টিম সেখানে যায়। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মৃত নারীর শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার তা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্থাপিত ল্যাবে পাঠানো হবে বলে জানায় মেডিকেল টিম।
এদিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, করোনা সংক্রমণের আশঙ্কায় ওই নারীর বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে তার সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।