চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) সাড়ে ১১টার দিকে দামুড়হুদা লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিন্টু উপজেলার লোকনাথপুর গ্রামের মুছাক আলির ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, রিন্টুসহ কয়েকজন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় রিন্টুর হাতে থাকা লোহার রড ঘরের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইনের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’