চুয়াডাঙ্গার চৌগাছায় দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার আইলহাঁস ইউনিয়নের রায়লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত জীবন কুমার বদি (১৩) উপজেলার পুরোপাড়া গ্রামের শ্রী বিকাশ কুমারের ছেলে এবং পুরোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
এদিকে শিশু জীবন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই শিশুকে আটক করেছে পুলিশ।
আটক দুই শিশু হলো- রায়লক্ষীপুর গ্রামের বশির উদ্দীনের ছেলে শাকিল (১৫) এবং সমির হোসেনের ছেলে সিয়াম (১৪)।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে জীবন কুমার বদি উপজেলার আইলহাঁস ইউনিয়নের রায়লক্ষীপুর গ্রামে মাসি সুচরিতার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে মুশলধারায় বৃষ্টি হওয়ায় মাসির ছেলে সৌরভের সঙ্গে ফুটবল খেলতে যায় জীবন। খেলা শেষে এলাকার ছেলেদের সঙ্গে আইলহাঁস-রায়লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে তারা।
হঠাৎ দূর থেকে দুর্বৃত্তরা ইট ছুড়লে শিশু জীবনের মাথায় লাগলে পুকুরেই রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। গোসল করে অন্যান্য শিশুর ওপরে উঠলে তারা জীবনের মৃত ভাসমান লাশ দেখতে পায় তারা।
জীবনের ভাসমান লাশের খবর পেয়ে মাসি সুচরিতাসহ পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পুকুর থেকে তুলে তার মাথায় রক্তাক্ত জখম দেখে।
জীবনের মাসির ছেলে সৌরভ জানায়, আইলহাঁস-রায়লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য থেকে ইট জাতীয় বস্তু তার মাথার ওপরে পড়ে। পড়তেই সে পানিতে ডুবে যায়। আমরা পানি থেকে উপরে উঠতেই জীবনের ভাসমান লাশ দেখি।
আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, কয়েকজন বাচ্চা পুকুরের পানিতে গোসল করছিল। এসময় জীবন কুমার নামে শিশুটি অনেকক্ষণ পানি থেকে না উঠলে খোঁজাখুজি করা হয়। এরপর শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
তিনি আরও বলেন, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন আছে। পুকুরের পানির মধ্যে কিছু আছে, নাকি কারোর কোনো আঘাতে তার মৃত্যু হয়েছে; এটা নিশ্চিত বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে।
এঘটনায় কয়েকজন শিশুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু