কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়ের করা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে প্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
বুধবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
পুলিশ সুত্র জানায়, ২০১২ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিজিবি।
সেই মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।
রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, চোরাচালান মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরের পর তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আশিকুর রহমান।
আরও পড়ুন: ইউসিএলএ বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে আবারও বিক্ষোভ, গ্রেপ্তার ২৭