ঝিনাইদহ সদরে চোরের ঘুষিতে ৬৫ বছরের এক চাষির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার মধ্যরাতে উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মনু পাঠান একই গ্রামের মৃত আলী পাঠানের ছেলে, পেশায় মাল্টা চাষি।
আরও পড়ুন: সাজেকে সাপের কামড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবকের মৃত্যু
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মনু পাঠান বাড়ির পাশের ১৫ কাঠার একটি জমিতে মাল্টার আবাদ করেন। মাল্টা খাওয়ার উপযোগী হওয়ায় তিনি ওই বাগান প্রতি রাতে পাহারা দিতেন। রবিবার রাতে বাড়ির ছাদ থেকে মাল্টা বাগান দেখছিলেন তিনি। এমন সময় দুই যুবক বাগানে ঢুকে ফল ছিঁড়তে থাকে। এই সময় মনু পাঠান বাগানে গিয়ে এক যুবককে ধরে ফেলেন। ওই যুবক মনু পাঠানকে কিলঘুষি মেরে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: খুলনায় সন্ত্রাসীদের মারধরে আহত তরুণের মৃত্যু
ওসি জানান, অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।