সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেট নগরীর বাগবাড়িস্থ ছোটমনি নিবাসে দুই মাসের শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে সুলতানা ফেরদৌসী সিদ্দিকা নামের এক আয়াকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগ উঠেছে, নাবিল আহমদ নামের ওই শিশুকে গত ২২ জুলাই দিবাগত রাতে প্রথমে সজোরে ছুড়ে ফেলেন ওই আয়া। পরে বালিশচাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, শিশু মৃত্যুর ঘটনায় দায়ের করা জিডি পর্যালোচনায় সন্দেহভাজন ওই আয়াকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছে। প্রথমে ওই আয়া এ ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। সিসিটিভি ফুটেজ দেখিয়ে ফের প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন।
ওসি জানান, এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে, এ বিষয়ে সরকারি অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও জানান ওসি।