কক্সবাজারের রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং কম্বনিয়া এলাকায় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কক্সবাজারে বাসচাপায় দুই শিশু নিহত
নিহত আইয়ুব আলীর বড় ভাই মো. আলী জানান, আইয়ুব আলী নিজ সুপারি বাগানে পানির পাম্প দিয়ে সেচ দিচ্ছিলেন। তার আপন ছোট ভাই ইয়াসিন আলী এসে তার দরকার বলে পানির পাম্প নিতে চান। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইয়াসিন আলী বাড়ি থেকে কিরিচ নিয়ে এসে তার বড় ভাই আইয়ুব আলীর উপর আঘাত করেন।
নিহতের ফুফাতো ভাই মো. সুলতান জানান, তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল্লাহ জানান, দুই ভায়ের মধ্যে পারিবারিক কলহ তিনি নিজেই তিনবার মিটমাট করেছেন। তারপরও মিটমাট না হওয়ায় চেয়ারম্যানের কাছে পর্যন্ত বিচার গড়ায়।
আরও পড়ুন: কক্সবাজারে লবণবোঝাই ট্রাকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, আটক ২
নিহত আইয়ুব আলীর বন্ধু করিম বলেন, আমার বন্ধু বিয়ে করেছে এখনো ১৫ দিনও হয়নি। এরই মধ্যে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এটি পূর্ব পরিকল্পিত ঘটনা।
তাই বন্ধুকে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
এই বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ঘটনার পর তারা সেখানে পরিদর্শন করেছেন। তারা আলামত সংগ্রহ করেছেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১