সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজের দুই দিন স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে নদীর জিরো পয়েন্টে এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আল ওয়াজ আরশ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের পুলিশ পরিদর্শক (ট্রাফিক) জাহিদুল হোসেনের ছেলে এবং রাজধানরি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মত্যু
জানা যায়, আরশ তার বাবা, মা ও ছোটভাইয়ের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে যায়। এরপর বাবা-ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় বাবা ও ছেলে ডুবতে থাকে, স্থানীয়রা এসময় জাহিদুল হোসেনকে উদ্ধার করতে পারলেও ছেলে আরশ তলিয়ে যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আহত ১
কিশোরগঞ্জে ‘অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে’ গ্যারেজ মালিকের মৃত্যু