ঢাকা-দেওয়ানগঞ্জের মধ্যে চলাচলকারী কমিউটার ট্রেনে বৃহস্পতিবার রাতে একদল ডাকাতের হামলায় দু’জন যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
নিহত মো. নাহিদ হাসান (২৪) দেওয়ানগঞ্জ উপজেলার মিতালী গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে, নিহত অপর জন মো. সাগর (২৫) জামালপুর শহরের বাগেরহাটা বটতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত রুবেল (২২) ইসলামপুর উপজেলার বেলগাছা গ্রামের গেরু মিয়ার ছেলে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় নিহত ১
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ট্রেনের ছাদে থাকা যাত্রী ফারুক জানান, বৃহস্পতিবার বিকেলে তারা ঢাকার তেজগাঁ থেকে কমিউটার ট্রেনের ছাদে ওঠে জামালপুরে যাচ্ছিলেন। ট্রেনটি গফরগাঁও রেলস্টেশন ছাড়ার অনেকক্ষণ পর ট্রেনের ছাদের যাত্রীদের উপর ৪-৫ জনের একটি ডাকাতদল চাকু হাতে হামলা চালায়। এসময় তারা ফারুকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এদিকে রাত ১০টার দিকে ট্রেনটি জামালপুর রেলস্টেশনে পৌঁছালে গুরুতর আহত তিনযাত্রীকে ছাদ থেকে নামিয়ে রেলওয়ে থানা পুলিশ জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে নাহিদ ও সাগরকে চিকিৎসক মো. জাকিউল আলম খান মৃত ঘোষণা করেন। আহত অপরযাত্রী রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ট্রেনের ছাদে তারা ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মৃত দুই ব্যক্তির মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন শুক্রবার সকালেই জামালপুর এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আরও পড়ুন: কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩