আক্রান্তরা কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের পৃথক গ্রামের স্থায়ী বাসিন্দা।
এর আগে, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জফেরতরা নিজ নিজ গ্রামে ফিরলে করোনা সন্দেহে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় আসা রিপোর্টে ৯ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তাদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ সব তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের একজনকে গাজীপুর হাসপাতালে ও অন্যদের জেলার গোপীনাথপুর আইএইচটি’র আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে জয়পুরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ এ দাঁড়াল। জেলায় করোনা আক্রান্তদের ২২ জনই কালাই উপজেলার বাসিন্দা। অপরদিকে, করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে (সোমবার রাতে) কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নৈশপ্রহরী কাম ওয়ার্ড বয়সহ কালাই ও ক্ষেতলাল উপজেলায় মোট ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের লকডাউন এখনও বলবৎ রয়েছে।