পারিবারিক কলহের জেরে জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী আত্মহত্যা চেষ্টা করে বলে খবর পাওয়া গেছে।
জেলার আক্কেলপুর উপজেলার পৌর শহরের শাহমখদুম সাজিপাড়া এলাকায় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন তিন সন্তানের জননী। তার স্বামী আলী আকবর পেশায় একজন সবজি বিক্রেতা।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা
স্থানীয়দের বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোরে শাহমখদুম সাজিপাড়া-আলেকের মোড় এলাকায় আলী আকবর তার স্ত্রী হালিমা খাতুনকে নিজ বাড়ির শোবার ঘরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে পাশের ঘরে গিয়ে সে (আলী) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাদের তিন সন্তান আত্মীয়ের বাড়িতে ছিল।
ওসি জানান, সকালে প্রতিবেশিরা ঘটনাটি টের পেয়ে ঘরের দরজা ভেঙে আলী আকবরকে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ আলী আকবরকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ময়নাতদন্তের জন্য হালিমা খাতুনের লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।