ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবুল বাসার মৃত তানজের আলীর ছেলে৷
আরও পড়ুন: শরীয়তপুর ঘুমন্ত ভগ্নিপতিকে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে
স্থানীয়রা জানায়, পূর্ব শক্রুতার জেরে দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নাজমুল হাসান ধারালো অস্ত্র দিয়ে আবুল বাসারের শরীরে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।