ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন এবং এসময় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার দুপুরে উপজেলার বটতলা জোড়াপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তামিম হাওলাদার উপজেলার দক্ষিন চেঁচরী (সাইটকুড়া) গ্রামের আব্বাস হাওলদারের ছেলে। সে এবছর দক্ষিণ চেঁচরী হারিসিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়,দুপুরে আমুয়া থেকে প্রতিবেশি রাকিব হাওলাদারকে নিয়ে নিহত তামিম মোটরসাইকেলে করে বাড়িতে রওনা হয়। পথে বটতলা জোড়াপুল এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ দুজনই খালের মধ্যে পড়ে যায়। এ সময় নিখোঁজ হয় দাখিল পরীক্ষার্থী তামিম।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে একঘণ্টার চেষ্টায় তামিমকে উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিবকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবামেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, নিহতের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই