ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান মনিব শুভ নামে এক যুবককে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার বিকাল ৩টায় বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহামুদুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হল- জসীম খান, হেলাল ফকির, ফয়সাল ফকির ও বেলাল ফকির। তারা সকলে রাজাপুরের বড়ইয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি মামুন চৌধুরী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ মার্চ রাতে বন্ধুর সঙ্গে পিকনিকের কথা বলে রাজাপুরের বড়ইয়ার এলাকার নিজ বাসা থেকে বের হয় নিহত শুভ। এরপর গভীর রাতে তার বাড়ির পেছন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
রাজাপুর হাসপাতালে ভর্তির পর শুভ তার বাবা আব্দুল্লাহ আল মাহাবুবকে জানায়, পূর্ব শত্রুতার জের ধরের ধারালো অস্ত্র দিয়ে আসামিরা তাকে কুপিয়ে জখম করেছে। রাজাপুর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আনার পথেই মৃত্যু হয় শুভর।
এই ঘটনায় শুভর বাবা মাহাবুব বাদী দ্রুত বিচার আইন রাজাপুর থানায় ২৮ তারিখ ১৫ জনের নাম উল্লেখ ও ৫/৬ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা করেন।
২০২০ সালের ২০ জুলাই রাজাপুর থানার ইন্সপেক্টর মো. মাঈনুদ্দিন ও আবুল কালাম আজাদ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। এসময় পাঁচ আসামিকে মামলা থেকে মুক্তি দেয়া হয়।