ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় নিহত হয়েছেন ইজিবাইক আরোহী মা ও ছেলে।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন শিকারী।
নিহতরা হলেন— উপজেলার শিতালীপাড়ার রিপা খাতুন (২৬) ও তার ছেলে সোয়াদ হোসেন (৬)।
স্থানীয়রা জানান, মামাবাড়ি থেকে ইজিবাইক যোগে নিজ বাড়ি শিতালীপাড়া যাচ্ছিলেন রিপা ও তার ছেলে। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকটিকে চাপা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: মেহেরপুর সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। এরপরে আহত সোয়াদকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর তিনিও মারা যান বলে জানান চিকিৎসকরা।
এদিকে ওসি মৃত্যুঞ্জন শিকারী জানান, ঘাতক ওই ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে।
রাতেই পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।