কক্সবাজারের টেকনাফে স্বর্ণ পাচারের অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ দশমিক ৫ কেজির স্বর্ণ জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- মো. হাফিজুর রহমান (২৮) ও মো. আনোয়ার (৩০)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
আরও পড়ুন: ঝিনাইদহে ১৮১ ভরি স্বর্ণ জব্দ, আটক ১
তিনি জানান, মিয়ানমারের দুইজন নাগরিক পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান করে। বিজিবির গোয়েন্দার মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণসহ মিয়ানমারের মুদ্রা ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা। এ সময় দুই যুবককে আটক করা হয়।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১