দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের ধারাবাহিকতা জরুরি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশেকপুর-বালাতৈর সড়কে বৃক্ষরোপণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
সাধন চন্দ্র বলেন, তালগাছ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘এটি ফল দেয় এবং পথচারীদের জন্য ছায়া দান করে। এটি বজ্রপাত থেকেও সুরক্ষা দেয়। এছাড়াও, খেজুরের রস এবং গুড় অর্থনীতিতে ভূমিকা রাখে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এ দেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার: খাদ্যমন্ত্রী
তিনি খেজুরের চারা রোপণ ও সঠিক পরিচর্যা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আশেকপুর-বালাতৈর সড়কের দুই পাশে মোট ৪০০টি তালের চারা রোপণ করা হবে।
পরে খাদ্যমন্ত্রী নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আরও পড়ুন: বোরো মৌসুমে সংগ্রহ করা চালের মান নিয়ে কোনো আপস হবে না: খাদ্যমন্ত্রী