ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়ায় শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাঁও সম্প্রদায়ের এক ব্যক্তিতে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
নিহত ইষ্টিফান তিরকী (৫০) কলেজ পাড়া এলাকার মৃত দানিয়েল তিরকীর ছেলে। দুই সন্তানের জনক স্টিফান পেশায় সেচ পাম্পসহ বিভিন্ন যন্ত্রাংশ মেরামতকারী (টেকনিশিয়ান) ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরে জমি নিয়ে বিরোধ, দেবরের হাতে ভাবি খুনের অভিযোগ
আটককৃতরা হলেন- পরিষদপাড়া এলাকার মৃত শিলিউস টপ্পর ছেলে জুলিয়ান টপ্প (৪২), জসেন্ড তিরকীর ছেলে প্রদিপ তিরকী (১৯) এবং মৃত বন্ধন তীগ্যার ছেলে মনোরঞ্জন তীগ্যা (৩৭)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ইষ্টিফান রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে জেলা পরিষদ পাড়ায় যায়। সেখানে রাত ১০ টা ৩০ মিনিটে রবি ড্রাইভারের বাড়ির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তার ওপর। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। হৈচৈ চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে ইষ্টিফানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তা দেখে ওই এলাকার মনোরঞ্জন তিগ্যা নামে এক প্রতিবেশী ইষ্টিফান তিরকীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি য্যাকোব খালকো জানান, ঘটনার কয়েক মিনিট আগে তার সঙ্গে কথা হয়। এরপর কিছুক্ষণ পড়ে শুনতে পাই ইষ্টিফান খুন হয়েছে। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে তিন জনকে আটক করা হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: বাগেরহাটে মা-মেয়ে খুন