ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ১৪৪ ধারার এ আদেশ দেন।
আরও পড়ুন: দুর্গাপূজার আগে ঠাকুরগাঁওয়ের মন্দিরে আবারও ১৪৪ ধারা
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শ্রীশ্রী রশিক লাল জিউ মন্দিরের জন্মাষ্টমী পূজা অনুষ্ঠানের সময় উত্তেজনা দেখা দেয়। ফলে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১০টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর এই মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী একটি পক্ষ ও অপর একটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘জন্মাষ্টমী উদযাপনে ওই মন্দির এলাকায় আবারও একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
আরও পড়ুন: ‘স্বর্ণের সন্ধান পাওয়া’ রাণীশংকৈলের ইটভাটা এলাকায় ১৪৪ ধারা