ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর পাঁচ বছর বয়সি লাবণ্য আকতার নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামের একটি আঁখের খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে এক পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
এর আগে শনিবার (২৩ নভেম্বর) নিখোঁজ হয় লাবণ্য আকতার।
লাবণ্য কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়ার বেলাল হোসেনের মেয়ে। কোষামন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল সে।
পুলিশ জানায়, এ ঘটনায় লাবণ্যের বাবা বেলাল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনার রহস্য উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঝালকাঠিতে হাসপাতালের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার