ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ৬০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করেছে।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বিভিন্ন আরত, হাট-বাজার ও দোকান-পাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় জেলার ৫টি উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অপ্রয়োজনীয় জনসমাগম রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ও গণবিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত দোকানপাটসমূহ বন্ধ থাকার অবস্থা মনিটরিং করেন।
এসময় সরকারি নির্দেশ অমান্য করায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন কারণে ৬০ জনকে মোট ১ লাখ ২ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪৩, পীরগঞ্জ উপজেলায় ২, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে অর্থদণ্ড করা হয় বলে জানান জেলা প্রশাসক।