ঠাকুরগাঁওয়ে পাগলু ও নসিমনের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।
বৃহস্পতিবার বিকালে ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: খুলনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী থেকে যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার (পাগলু) জেলা শহরের দিকে আসার পথে সদর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে ১ জন মারা যায়। আহত হয় থ্রি-হুইলারের ৭ যাত্রী। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
আরও পড়ুন: বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
তাৎক্ষনিকভাবে ১ জন নিহত ব্যক্তি বগুড়া জেলার ব্যবসায়ী বলে জানা গেছে। বাকিদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।