ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জগদল সীমান্তের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের মিস্টার (৩২), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার হামিদুল ইসলাম (৩১) ও একই এলাকার শামীম (২৪)। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তারা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের জগদল বিওপি সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল চার বাংলাদেশিকে আটক করে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর টিমগাঁও বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘আটকের খবর পাওয়ার পর তিনি এলাকায় খোঁজখবর নিয়েছেন। তবে স্থানীয় কেউ আটকদের পরিচয় নিশ্চিত করেনি। তবে এটি নিশ্চিত যে, চারজন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে আটক হয়েছেন।’
এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেলেন্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‘আটক যুবকরা ভারত থেকে কাটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে।’
তিনি বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকালে বৈঠক হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তাদের ফিরিয়ে আনা যায়।’