আটককৃতরা হলেন- উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের রিপন সরকার (৩৮) আতাউর রহমান আপেল (২৫)।
প্রত্যক্ষদর্শীর বরাতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকারের ভাষ্য, রবিবার রাত ৯টার দিকে রিপন, আতাউর ও মেহেদি হাসান শিলু নামের তিন প্রতারক ডিবি পুলিশ সেজে ওই উপজেলার ডাংরারহাট বাজারে প্রবেশ করে। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন না করার কারণ জানতে চেয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এসময় তারা ওই বাজারের ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট জাহাঙ্গীরের দোকানে ঢুকে এবং তার ভাতিজা ফিরোজকে দোকানের সমস্ত টাকা পয়সা নিয়ে থানায় যেতে হবে জানায়। ফিরোজ যেতে না চাইলে ওই প্রতারক চক্র তাকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পথে বাছড়া বাজারের কাছে অপহৃত যুবক চিৎকার করলে অপহরণকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা কর। পরে এলাকাবাসী রিপন ও আতাউর রহমানকে আটক করে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।