রাজধানীতে নিষিদ্ধ ‘মাদক বিক্রি ও সেবনের অভিযোগে’ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২
সূত্রটি ইউএনবিকে জানিয়েছে, অভিযানে প্রায় ১০ হাজার ৪৮৩ পিস ইয়াবা, ৪৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১২২ দশমিক ৭০ গ্রাম হেরোইন, ১২২ দশমিক ৭৫ লিটার বিদেশি মদ, ৫২ লিটার দেশি মদ এবং ২৫৬ বোতল ফেনসিডিল, বাংলাদেশে উচ্চমূল্যের একটি কোডিন ভিত্তিক কাশির সিরাপ অভিযুক্তদের কবল থেকে উদ্ধার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পঁয়ত্রিশটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭