ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে এক নারীকে টেনে নিয়ে গেলো নীলক্ষেত মোড় পর্যন্ত। গুরুতর আহত অবস্থায় ওই নারীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
নিহতের নাম রুবিনা আক্তার (৪৫)। তিনি একজন গৃহিণী ছিলেন। দুই বছর আগে নিহতের স্বামী মারা গেছেন। তাদের একটি ছেলে রয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রুবিনা বাইক থেকে পড়ে যান এবং গাড়ির নিচে পিছলে টায়ারের সঙ্গে জড়িয়ে পড়েন। প্রাইভেটকার তাকে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনে নিয়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত
কী ঘটছে তা লক্ষ্য করে সাধারণ মানুষ গাড়িটিকে গতিরোধ করেন। নারীকে গুরুতর অবস্থায় গাড়ির নিচ থেকে বের করে আনা হয়েছিল। অন্যদিকে উত্তেজিত জনতা চালককে মারধর করে এবং তার গাড়ি ভাঙচুর করে।
পরে পুলিশ এসে গুরুতর আহত নারী ও চালক দু’জনকেই ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
নিহত রুবিনা আক্তারের দেবর নুরুল আমিন ইউএনবিকে জানান, তিনি তার ভাবীর সঙ্গে মোটরসাইকেলে তেজগাঁও থেকে হাজারীবাগে বোনের বাসায় যাচ্ছিলেন।
তিনি বলেন, আমরা শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার আমাদেরকে ধাক্কা দিয়ে শাহাবাগ থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমি গাড়ি থামানোর জন্য পিছন থেকে চিৎকার করছিলাম। কিন্তু চালক আমার কথা শোনেনি।
প্রাইভেটকারের চালক জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।
শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, আমরা প্রাইভেটকারটি আটক করেছি। তবে এখনও কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১