ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন সাবেক বিডিআর সদস্যসহ দুই বন্দির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে (৮ মার্চ) তাদের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে শামসুল আলম (৪৪) ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাইপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন (৬৫)।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে শামসুল হককে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। চাটখিল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
অপরদিকে একই দিন দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে শেখ জোবায়ের হোসেন ইন্তেকাল করেন। গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিদর্শক মো. ফারুক জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।