দিনাজপুরের চুনিয়াপাড়া এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় হতাহতের ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলা সদরের ননাম মেম্বারপাড়ার আজিজুর রহমানের স্ত্রী খতেজা বেগম (৬১) এবং একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৩১)।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে ছুটে যান তারা। দুর্ঘটনাস্থলেই খতেজা বেগম নিহত হন। বাকি আহতদের তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কোতয়ালী থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, আহতদের মধ্যে শেফালী বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।