দিনাজপুরের চিরিরবন্দরে শুক্রবার দুপুরে একটি বাঁশঝাড় থেকে একজন আদিবাসী নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে নিখোজ ছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
নিহত ফিলিমন সরেন (৫৬) চিরিরবন্দরের পুন্ট্রি গুচ্ছগ্রামের সুবল সরেনের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পরিবারের সদস্যরা জানায়, ফিলিমন সরেন গমিরহাট তফসিলি হাইস্কুলের নৈশ প্রহরী। স্কুলে ডিউটি করতে যাওয়ার কথা বলে তিনদিন আগে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। শুক্রবার দুপুরের দিকে গমিরাহাট এলাকার একটি বাঁশঝাড়ে তার অর্ধগলিত লাশ পড়ে ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি লাশ দেখতে পেয়ে অন্যদের জানায়।
তিনি আরও জানান, বাড়ি থেকে স্কুলের সোজা পথের পরিবর্তে প্রায় দেড় কিলোমিটার দূরে লাশ পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার