দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে গেছে সমবয়সী তিনজন শিশু।
তাদের মধ্যে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুই শিশু জিহাদ (৭) ছোবাহানের (৭) অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার (১৯ জুন) পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেহেরপুরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিশু আব্দুর রহমান বেলওয়া-নয়নদীঘি গ্রামের সোহান মিয়ার ছেলে।
অন্য দুই শিশুরা হলো, ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের হোসেন আলীর ছেলে জিহাদ ও গাইবান্ধার সাদুল্ল্যাহপুর উপজেলার আব্দুল মমিন মিয়ার ছেলে ছোবাহান।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলতে খেলতে এক পর্যায়ে পুকুরে পড়ে যায় শিশুরা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রিয়াঙ্কা কুণ্ডু বলেন, বুধবার সকালে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) দেবব্রত রায় বলেন, পানিতে ডুবে শিশু নিহতের ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা।