দিনাজপুরের হাকিমপুরে মাদকব্যবসায়ীদের ছুরিকাঘাতে ৩৫ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার হিলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বারদিন ইসলাম বাতেন উপজেলার মাঠপাড়ার মৃত আবু তালেবের ছেলে। পেশায় তিনি নির্মাণ মিস্ত্রী।
আরও পড়ুন: কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
নিহতের পরিবারের দাবি, নিহত বাতেনের ছোট ভাই ইনছান ইসলাম ও মাদকব্যবসায়ী ইমনের মধ্যে মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলছিল। শুক্রবার বিকালে বিষয়টি মিমাংসা করে দেন বড়ভাই বারদিন ইসলাম বাতেন। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি মাদক ব্যবসায়ী ইমন গ্রুপ। সন্ধ্যায় মোটরসাইকেলে তিনজন সঙ্গীকে নিয়ে বারদিন ইসলাম বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বাতেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যু
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। তবে আত্মগোপনে থাকায় জড়িতদের আটক করা যায়নি। শনিবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।