দিনাজপুরের পার্বতীপুরে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পার্বতীপুরের ঝেল্লার ডাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুরের কিসমত কামারপাড়ার তানভিরুল ইসলাম মোহন (মোটরসাইকেল চালক) এবং জেলা সদরের পিলারডাঙ্গাপাড়ার তানজিন আক্তার (আরোহী)।
আরও পড়ুন: ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় এক পবিারের ৫ জন নিহত
স্থানীয়রা জানান, ঝেল্লার ডাঙ্গা মোড়ে ডিম বহনকারি একটি পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। পিকআপটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও হেফাজতে নেওয়া হয়েছে।