দিনাজপুরের চিরিরবন্দর এবং নবাবগঞ্জ উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও চারজন। এদিকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।
রবিবার সকাল ১০টার দিকে চিরিরবন্দরের আমতলীতে রশিদুল ইসলাম বাবু নামে একজন নিহত হয়েছেন। বাড়ির পাশে জলাশয়ে মাছ ধরার সময় তিনি নিহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহত রশিদুল ইসলাম চিরিরবন্দর উপজেলার ১০ নং পুন্ট্রি ইউনিয়নের সাহাপুর ঝাড়পুকুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, বজ্রপাতে রশিদুল ইসলাম নিহত হয়েছে। এছাড়াও সাতনালা ইউনিয়নে ২ জন এবং আউলিয়াপুর ইউনিয়নে আরও ২ জন বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন সহায়তা হিসাবে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এদিকে নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের উত্তর খালিকপুর গ্রামের আয়নাল হকের ছেলে বেলাল হোসেন বজ্রপাতে প্রাণ হারিয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান বাবু জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়াও আজ রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
তিনি আরও জানান, পাশাপাশি কোথাও কোথাও আরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে সন্ধ্যার পর থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বৃষ্টি নামেনি।
আরও পড়ুন: লালমনিরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু