দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নানি ও নাতনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিনজন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল পৌঁনে ৪টার দিকে ১০ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন— ২ মাস বয়সি শিশু হুমায়রা ও তার নানি নার্গিস বেগম।
আহতরা হলেন— জেলা সদরের হিরামাটি এলাকায় ২ মাস বয়সি শিশুটির মা রিপা, শিশুটির খালা লিসা ও অটোচালক সাজু ইসলাম।
আরও পড়ুন: দিনাজপুরে ছুরিকাঘাতের শিকার কিশোরীর মৃত্যু, হামলাকারী গ্রেপ্তার
স্থানীয়রা জানান, জেলা সদরের হিরামাটি এলাকায় যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে নার্গিস মারা যান। হাসপাতালে পাঠানোর সময় মারা যায় শিশু হুমায়রা। এ সময় শিশুটির মা রিপা, খালা লিসা ও অটোচালক সাজুকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, ‘বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পলাতক।’