দিনাজপুরের চিরিরবন্দরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই মামার বিরুদ্ধে।বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত লাবু হোসেন লিমন (২৫) একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বাবি বলেন, এ ঘটনায় নিহতের দুই মামাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পরিবারের সদস্যরা জানান, লিমন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে জিনিসপত্র চুরি করতেন, আসবাবপত্র ভাংচুর করতেন এবং মাদকের টাকার জন্য তার বাবা-মাকে মারধর করতেন। এতে হতাশ হয়ে লিমনের বড় মামা হায়দার আলী (৫৫) ও ছোট মামা হাসমত আলী হাসু (২৬) তাকে দড়ি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘তারা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে আড়াল করতে চেয়েছিল’। কিন্তু পুলিশ তদন্ত শেষে এর আসল ঘটনা জানতে পেরেছে বলেও জানান এসআই।
এসআই আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দু’জনকে আগামীকাল আদালতে হাজির করা হবে।