দিনাজপুরের চিরিরবন্দরে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতির উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) রাতে হামলার ঘটনা ঘটে। তবে সোমবার দ্বিতীয় দিনেও হামলার কারণ জানতে পারেনি পুলিশ।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও হামলার কারণ এবং জড়িতদের সবার পরিচয় তার কাছে থেকে জানতে পারেনি পুলিশ।
হাবিবুর রহমান হাবিব (৩২) চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির অফিস সম্পাদক।
জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে তার উপর হামলা চালায় ৮ জনের একটি দুর্বৃত্ত চক্র। এসময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলেও মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসায় পালিয়ে যায় হামলাকারীরা। তাকে রাতেই দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে হামলার পরেই রাস্তার পাশের একটি বাড়িতে লুকানো অবস্থায় আমিনুল ইসলাম নামে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা।
আরও পড়ুন: যশোরে বিএনপি নেতার ওপর বোমা হামলা
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, হামলায় জড়িত সন্দেহে স্থানীয়রা আমিনুল ইসলাম নামে একজনকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসাধীন থাকায় তার কাছে তথ্য পাওয়া যায়নি।
আটক আমিনুল কিছুটা সুস্থ হলে তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে গ্রাম্য বিচার শালিসের জেরে হামলার ঘটনা বলে জানতে পেরেছেন তারা। ওই নেতার পক্ষে মামলার প্রস্তুতি রয়েছে।