নওগাঁর ধামইরহাট সীমান্তে এলাকা থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের পূর্ব পাশে ঘুকসি বিল থেকে সাকিব হাসান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী সাপটিকে ধরে নেট জালে বন্দি করে।
সাপটির দৈর্ঘ প্রায় ৫ ফুট।
জানা গেছে, শনিবার বিকালে ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের রবিউল ইসলামের ছেলে সাকিব হাসান গ্রামের পূর্ব পাশে ঘুকসি বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার পথে অল্প পানিতে একটি বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পায়। পরে কৌশলে সে সাপটিকে ধরে নেট জালে বন্দি করে বাড়িতে নিয়ে আসে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
এখবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। পরবর্তীতে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন বিভাগের ধামইরহাট উপজেলার পাইকবান্ধা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান বলেন, রাসেল ভাইপার একটি বিষধর সাপ। স্থানীয়ভাবে এটি চন্দ্রবোড়া নামে পরিচিত।
ধারণা করা হচ্ছে, সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। সাপটি উদ্ধার করে রাখা হয়েছে। সাপটি রাজশাহী বিভাগের বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর করা হবে।