নওগাঁয় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌরসভা এলাকায় সাত দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। একইসাথে জেলার নিয়ামতপুর উপজেলাতেও সর্বাত্মক বিশেষ লকডাউন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী সাতদিন এই বিশেষ লকডাউন বলবৎ থাকবে। এই প্রেক্ষিতে ১৫টি বিধি নিষেধ আরোপ করে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার দুপুর ২ টার দিকে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) হারুণ-অর রশিদ এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।
হারুণ অর রশিদ জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমন রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে সদর উপজেলার পৌরসভা এলাকা সাত দিনের সর্বাত্মক লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে নিয়ামতপুর উপজেলাতেও সর্বাত্মক লকডাউন করার সিদ্ধান্ত নেয় কমিটি।
আরও পড়ুন: স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে: মন্ত্রিপরিষদ সচিব
চলমান লকডাউনে চাঁপাইনবাবগঞ্জে নতুন করোনা শনাক্ত ১৯৬
তিনি জানান, লকডাউন ঘোষিত এলাকায় সকল ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।
এসময় নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।