মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গেলে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে মাগুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সেচ নালা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
লাশের কাছ থেকে একটি ভাঙা মোবাইল ফোন (সিম ছাড়া), তাস ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। আগুন দিয়ে পোড়ানো বিকৃত চেহারার লাশটি স্থানীয় কেউ দেখে শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ময়লার স্তুপ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
স্থানীয়দের ধারণা, জুয়া খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। সম্প্রতি সময়ে মাগুরার প্রত্যন্ত অঞ্চলে জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। জুয়া খেলা বন্ধে পুলিশের কার্যকর ভূমিকার জোর দাবি জানান তারা।
ওসি আরও জানান, এ ঘটনায় মাগুরা থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার