নরসিংদী সদর উপজেলায় শিলা বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইসতিয়াক হোসেনের বিরুদ্ধে।
মঙ্গলবার(১৪ মে) দিবগত রাত আনুমানিক আড়াইটার দিকে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের সাহেপ্রতাব গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
নিহত শিলা বেগম সাহেপ্রতাব গ্রামের আব্দুল কাদির মৃধার মেয়ে।
নিহত শিলা বেগমের বড় ভাই মো. কাইয়ুম মৃধা বলেন, শিলা বেগমের বাবা মারা যাবার আগে শিলার ১ কোটি ৫০ লাখ টাকার এফডিআর এবং দুইটি তিনতলা বাড়ি লিখে দিয়ে যান। শিলার স্বামী ও তার শশুর শহীদুল্লাহ মুন্সি এফডিআর থেকে টাকা তুলে দেওয়ার জন্য শিলা বেগমের উপর চাপ সৃষ্টি করে। শিলা বেগম এতে অপারগতা প্রকাশ করলে স্বামী ও তার শশুর মিলে লোহার রড ও লাঠি দিয়ে পিটাতে থাকলে ঘটনাস্থলেই শিলা বেগমের মৃত্যু হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, চাচাতো ভাইসহ আটক ৪