নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল দুই গ্রুপের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে আলোকবালী ইউনিয়নের খোদাদিল্লায় বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানায়।
আহতরা হলেন- ফিরুল মিয়ার ছেলে তৈয়ব, ছাত্তার মুন্সির ছেলে কুতুবউদ্দিন, হক মিয়ার ছেলে আব্দুল্লাহ, কামাল মিয়ার ছেলে রমজান, জামাল মিয়ার ছেলে মামুন, শাফিন আয়েছের ছেলে রাসেল, গণি মিয়ার ছেলে কাজল, সেলিম মিয়ার ছেলে ইমন।
আহতদের মধ্যে কুতুবউদ্দিনকে আশঙ্ককজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া আহত বাকি ২ জনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। খবর পেয়ে ভোর থেকে আমরা ঘটনাস্থলে রয়েছি। খোদাদিলা গ্রামটি অনেক বড়। এক দিকে ধাওয়া করলে অন্য দিক দিয়ে পালাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।